দেশ

হায়দ্রাবাদে বহু মৃত্যু, এক গলা জলে নেমে যুদ্ধকালীন প্রস্তুতিতে ত্রাণের কাজ করছে জামায়াতে ইসলামী,এসআইও

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, হায়দ্রাবাদ: হায়দ্রাবাদে অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর তাতে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে বহু। এই অবস্থায় এক গলা জলে নেমে যুদ্ধকালীন প্রস্তুতিতে ত্রাণের কাজে নেমে পড়েছে জামায়াতে ইসলামী হিন্দ,এসআইও-র কর্মীবাহিনী।

বিগত তিনদিন ধরে হায়দ্রাবাদ শহরের একটি বিশাল অংশ বন্যায় কবলিত। প্রবল বৃষ্টিপাতের কারণে শহরের অনেকাংশই জলমগ্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বন্যায় কবলিত সাধারন মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জামাত-এ-ইসলামী হিন্দ এবং স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার স্বেচ্ছাসেবীরা।

হায়দ্রাবাদ শহরের দলীয় সভাপতি মোহাম্মদ রাশাদুদ্দীন, নগর সম্পাদক মোহাম্মদ মুনিরুদ্দিন এবং আহমেদ জুনায়েদ সোবানি বন্যা সংকলিত জায়গাগুলি পরিদর্শন করেন। অপরদিকে নগর সম্পাদক মির্জা আজাম বাইগ শহরের পুরনো অংশগুলি পরিদর্শন করেছেন। এর পাশাপাশি সরকারের কাছে বন্যা কবলিত দুর্গতদের সাহায্যের জন্য তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বন্যায় সংকলিত এলাকায় এখনও আটকে থাকা মানুষদের কোন ধর্ম বা জাতির বিচার না করে যুদ্ধকালীন তৎপরতায় সাহায্য করতে শহরের জলমগ্ন রাস্তায় নেমেছেন সংগঠনটির নেতা কর্মীরা। টোলিচৌকি,‍ গোলকুণ্ডা, আল-জুবেইল কলোনি চন্দ্রায়নগুট্টা, শাহীন নগর, রয়েল কলোনি বালাপুর, ইয়াকুটপুরা, মালাকপেট, বাহাদুরপুরা, ফালাকনুমাহ, মুরাদনগরের মত বন্যা কবলিত এলাকাগুলিতে পৌঁছে দেয়া হচ্ছে বিভিন্ন হোটেলে তৈরি করা খাবার। এছাড়া এখনো পর্যন্ত প্রায় পনেরো হাজারের বেশি প্যাকেটজাত চটজলদি তৈরি করে নেবার মতো খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকা গুলি থেকে ছোট ছোট রিলিফ ভোটের মাধ্যমে মানুষদের বিভিন্ন সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করছে জামায়াতে ইসলামী ও এসআইও। এসআইও-র কেন্দ্রীয় নেতা সৈয়দ আজহারউদ্দিন জানান, সংগঠন বরাবরই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। হায়দ্রাবাদেও দুর্গত মানুষের জন্য কর্মীরা কাজ করছে। হাজার হাজার মানুষের সমস্যা হয়েছে, একটা সামাজিক সংগঠন হিসেবে যতটুকু সাধ্য ত্রাণের কাজ করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: