HighlightNewsরাজ্য

পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রেকর্ড গড়লো অভিষেকের গড় দক্ষিণ ২৪ পরগনা

টিডিএন বাংলা ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার ক্ষেত্রে সারা রাজ্যের মধ্যে রেকর্ড গড়লো অভিষেক বন্দোপাধ্যায়ের গড় দক্ষিণ ২৪ পরগনা জেলা। পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া ও তারপরে স্ক্রুটিনির কাজ শেষ হয়েছে পূর্বেই। অতঃপর গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতার আসনে জয়ের নিরিখে সবচেয়ে উপরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, এবং ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ স্তর জেলা পরিষদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নিরিখে রেকর্ড করেছে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত ভোটে কোনদিনই গ্রামসভা এবং পঞ্চায়েত সমিতির স্তরে শাসক দল ছাড়া বিরোধীরা ১০০% আসনে প্রার্থী দিতে পারে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর পিছনে থাকে সন্ত্রাস এবং বিভিন্ন রকম ভয়। তেমনই থাকে বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৩৮৩টি। তার মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ১৭৬৭টি। এরপর ত্রিস্তর পঞ্চায়েতের দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি, যেখানে দক্ষিণ ২৪ পরগনায় মোট আসন ৯২৬টি। সেখানে ইতিমধ্যেই ২৩৩টি আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। জেলা পরিষদের ৮৫টি আসনের মধ্যে ৮টি তৃণমূল জিতে গেছে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই।

Related Articles

Back to top button
error: