HighlightNewsআন্তর্জাতিক

খাদ্যের অভাবে মৃত্যু মুখে প্রায় ২০ কোটি মানুষ : জাতিসংঘ

টিডিএন বাংলা ডেস্ক : একদিকে ক্ষুধার জ্বালায় মৃত্যু মুখে প্রায় ২০ কোটি মানুষ। অন‍্যদিকে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রচুর খাবার। একটি পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে খাদ্যের সংকট তেমন নেই। সমস্যা হচ্ছে খাদ্যের সুশম বন্টন নিয়ে। প্রতিদিন যে পরিমাণ খাদ্যের অপচয় হয় তা যদি সুশম ভাবে বন্টিত হত তাহলে পৃথিবীতে খাদ্য সংকট সমস্যার সমাধান অনেকটাই সহজ হয়ে যেত। গতকাল জাতিসংঘ ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২১ সালের বার্ষিক এক রিপোর্টে এই পরিসংখ্যান তুলে ধরেছেন।

ওই রিপোর্ট অনুযায়ী, এই সমস্যার মুখোমুখি হওয়া ৫৩ দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কঙ্গো, ইথিওপিয়া, ইয়েমেন এবং আফগানিস্তান। ২০১৬ সালে এফএও, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রথম প্রতিবেদন প্রকাশ করার পর থেকে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এফএও বলেছে, ২০২১ সালের এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে তিন সঙ্কট ‘সংঘাত, চরম বৈরী আবহাওয়া এবং অর্থনৈতিক ধাক্কা’র কারণে।

 

Related Articles

Back to top button
error: