রাজ্য

পুরানো দোকানের একাংশ ভেঙে গুরুতর জখম কিশোরী, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো ভর্তি বর্ধমানে

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: দোকানের একাংশ ভেঙে গুরুতর জখম হলেন কিশোরী। ঘটনাটি ঘটেছে সোমবার সিউড়ি শহরে। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে শহরের বিপদজনক বাড়ি গুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাত সকালেই সিউড়ি শহরের জনবহুল টিনবাজারে একটি দোকানের কার্ণিশ ভেঙ্গে গুরুতর আহত হলো দিশা ধীবর নামে অষ্টম শ্রেণীতে পাঠরত এক কিশোরী। এদিন ওই কিশোরী তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে ওই দোকানে রান্নার গ্যাসের ছোট সিলিন্ডার ভরতে যায়। আচমকাই ওই দোকানের সামনের কার্নিশের একাংশ ভেঙে পড়ে মাথার উপর। স্থানীয় দোকানদাররা তাকে উদ্ধার করে প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পুরোনো বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে ওই দোকানটি। শিবির শহরের বহু পুরাতন বিল্ডিং এর মধ্যে দোকান ঘর রয়েছে। সেগুলোর মধ্যে বেশ কয়েকটি বিপদজনক অবস্থায় আছে। ওই বিষয়ে ইতিমধ্যেই সিউড়ি পৌরসভা পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। সংশ্লিষ্ট বাড়িগুলি সংস্কারের জন্য মালিকদেরকে ইতিমধ্যেই নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। সিউড়ি পৌরসভা প্রশাসনিক বোর্ডের সদস্য উজ্জল চট্টোপাধ্যায় বলেন,” ওই বাড়ির মালিককে নোটিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে নিয়ম মতো” । জখম কিশোরী জেঠু রামপ্রসাদ ধীবর বলেন,” গ্যাস ভরতে এসে ভাইজি দোকানের সামনের কার্নিশ ভেঙ্গে গুরুতর জখম হয়েছে”।

Related Articles

Back to top button
error: