টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি মডেল আচরণবিধি ও নির্দিষ্ট উপদেশ সূচি মেনে না চলার জন্য মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের তারকা প্রচারকের মর্যাদা প্রত্যাহার করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। ওই মামলাতেই এদিন রায় দেয় শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের নির্দেশ এর ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এ প্রসঙ্গে কমিশনকে জবাবদিহি করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন নির্বাচন কমিশনের একটি আর নিয়ে প্রশ্ন তুলে বলে,”রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্টের ৭৭ নম্বর ধারা অনুযায়ী দলের নেতা কে হবেন, সে সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের কোথায় রয়েছে? এর উপর আমরা স্থগিতাদেশ দিলাম, যেহেতু এই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ক্ষমতা আপনার(কমিশনের) নেই।”এর পাশাপাশি নির্বাচন কমিশনকে এ বিষয়ে জবাবদিহি করার জন্য সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোন রাজনৈতিক দলের তারকা প্রচারক কে হবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র সংশ্লিষ্ট দলের রয়েছে, নির্বাচন কমিশনের নয়।