টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার এগারো দিন ধরে দিল্লি সীমান্তে আন্দোলন করে চলেছেন হাজার হাজার কৃষকরা। ইতিমধ্যেই বেশ কয়েকবার আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। আগামী ৯ ডিসেম্বর ফির একবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার কথা কৃষক সংগঠনের সদস্যদের। এই পরিস্থিতিতে ৮ ডিসেম্বর সারা ভারতজুড়ে বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা। ইতিমধ্যেই ভারত বনধকে সমর্থন জানিয়েছে ১১ টি রাজনৈতিক দল। এবার শিবসেনার পক্ষ থেকেও কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানানো হল।
শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত একটি টুইট করে লিখেছেন,”দেশের কৃষকদের তার দ্বারা আহ্বায়িত রাষ্ট্রপতি বনধকে শিবসেনার সমর্থন রয়েছে। কৃষকরা অন্নদাতা, তাই তাদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে দেশের জনগনেরও কৃষকদের এই বন্ধে স্বেচ্ছায় অংশগ্রহণ করা উচিত। শিবসেনা কৃষকদের দাবি এবং ৮ ডিসেম্বরের ভারত বন্ধে তাদের সাথে আছে। জয় হিন্দ।”
देश के किसानों द्वारा पुकारे गए राष्ट्रव्यापी बंद को शिवसेना का समर्थन!
किसान अन्नदाता हैं,इसलिए उनके प्रति हमारी नैतिक जिम्मेदारी के नाते देश की जनता को भी किसानों के बंद में स्वेच्छा से हिस्सा लेना चाहिए।शिवसेना किसानों की मांगों और 8 दिसंबर के भारत बंद में उनके साथ है
जय हिंद! pic.twitter.com/lcgVcLEIqJ— Sanjay Raut (@rautsanjay61) December 6, 2020
কৃষক সংগঠনের সদস্যদের ডাকা এই ভারত বনধকে ইতিমধ্যেই সমর্থন করেছে এগারটি রাজনৈতিক দল। এই দলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এনডিএর সহযোগী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। শুধু তাই নয়, রাজস্থানের সাংসদ এবং আরএলপি নেতা হনুমান বেনিওয়াল জানিয়েছেন ৮ ডিসেম্বরের পরে এনডিএর সাথে থাকা নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।