HighlightNewsরাজ্য

মণিপুরে আটকে পড়া শিক্ষার্থীদের ফোন নবান্নে, রাজ্যের বিশেষ বিমানে ঘরে ফিরল শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: সাম্প্রদায়িক দাঙ্গা ও সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ মণিপুরে আটকে পড়া শিক্ষার্থীরা সাহায্যের আশায় ফোন করলেন নবান্নে। খবর পেয়েই রাজ্যের বিশেষ বিমানে করে ঘরে ফিরিয়ে আনা হল শিক্ষার্থীদের। সমাজ মাধ্যমে এই খবরটি জানিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক সংঘাতের আগুনে জ্বলছে সীমান্ত রাজ্য মনিপুর। নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্যটির আইনশৃঙ্খলা। এমতাবস্থায় নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন প্রতিবেশি রাজ্য নিজ নাগরিকদের ফিরিয়ে আনছে। এক্ষেত্রে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়ে নবান্নে একটি কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর সেই বার্তা থেকে জানা গিয়েছে, মণিপুরে আটকে পড়া শিক্ষার্থীরা নবান্নের কন্ট্রোল রুমে ফোন করে জানান নিজেদের অসহায়ত্বের কথা। তারা জানান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮ জন শিক্ষার্থী আটকে আছেন। তাদের সেই আহব্বানে সারা দিয়ে রাজ্য থেকে পাঠানো হয় একটি বিশেষ বিমান। সেই বিমানে করেই আজ ১০ টা নাগাদ তাদের কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকেই সরকারী ভাবেই তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

টুইটারে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “খুশির সাথে জানাচ্ছি যে, নবান্নের কন্ট্রোল রুমে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের একটি কল পাওয়ার পর, ইম্ফল-এ কলেজ অফ এগ্রিকালচার, সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পশ্চিমবঙ্গের ১৮ জন শিক্ষার্থীকে রাজ্য সরকারের খরচে বিশেষভাবে সরিয়ে নেওয়া হয়েছে।”

Related Articles

Back to top button
error: