HighlightNewsআন্তর্জাতিক

লাদাখের পরেও শোধরায়নি চীন; অরুণাচলের কাছাকাছি রেল লাইন তৈরীর সিদ্ধান্ত নিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

টিডিএন বাংলা ডেস্ক: লাদাখ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে চলতে থাকা বিবাদ এবং সংঘর্ষের রক্তাক্ত পরিণতির পরেও একটুও শোধরায়নি চীন। এবার অরুণাচল প্রদেশের কাছ ঘেঁষে তিব্বতের লিনজি প্রদেশ পর্যন্ত রেললাইন তৈরির নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট এর দাবি এই রেল লাইন তৈরি হলে সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতাবস্থা রক্ষিত হবে। চীনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশ থেকে অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছাকাছি অঞ্চল তিব্বতের লিনজি পর্যন্ত এই রেল লাইন তৈরি করতে প্রায় ৪৭.৮ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে চীন সরকার। এর আগে কিভাবে রেল যোগাযোগ করার জন্য কিংবা তিব্বত রেল প্রকল্পের ঘোষণা করে চীন। চীনের সরকারি মদদপুষ্ট সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী কিংঘাই তিব্বত মালভূমিরদক্ষিণ পূর্ব দিক দিয়ে এই রেলপথ তৈরি করা হবে। আর সিচুয়ান-তিব্বত রেল প্রকল্পের আওতায় যে রেল লাইন তৈরি করা হবে তা, সিচুয়ান প্রদেশের চেংদু থেকে, ইয়ান, কামদো হয়ে ঢুকবে চীনে। এর ফলে চেংদু থেকে তিব্বতের রাজধানী লাসার দূরত্ব ৪৮ ঘণ্টা থেকে কমে ১৩ ঘণ্টা হয়ে যাবে। চীনের দাবি অনুযায়ী অরুণাচল প্রদেশ চীনের দক্ষিণ তিব্বতের অংশ এবং ভারত এই অংশকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত চীন সীমান্ত বরাবর প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ এলাকা নিয়ে আগে থেকেই দু’দেশের মধ্যে বিতর্ক রয়েছে। আর এই বিতর্কিত জায়গাতে অর্থাৎ লিনঝিতে চীন ইতিমধ্যেই একটি বিমানবন্দর তৈরি করেছে। শুধু তাই নয় এই সীমান্ত এলাকার কাছাকাছি অংশেই গোটা তিব্বতে মোট পাঁচটি বিমানবন্দর তৈরি করেছে চীন।

Related Articles

Back to top button
error: