আজ থেকেই গোটা নভেম্বর মাসের জন্য দিল্লিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত

ছবি সৌজন্যে সিটিসি ফায়ার ক্র্যাকার্স ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: কালীপুজোর আগে থেকেই দিল্লিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করলো জাতীয় পরিবেশ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী আজ থেকেই গোটা নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ আগামী ৩০ তারিখ পর্যন্ত দিল্লিতে সমস্ত রকম বাজি বিক্রি এবং পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। এ পাশাপাশি গোটা দেশের বিভিন্ন শহরে বায়ু দূষণের পরিমাণের ভিত্তিতে নির্দিষ্ট সময় বেঁধে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দিল আদালত। ওই নির্দেশ অনুযায়ী যে সমস্ত শহরে বায়ু দূষণের পরিমাণ কম সেই সমস্ত শহরে দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানো যেতে পারে। তবে শহরের বায়ু দূষণের পরিমাণ অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যগুলি এই বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যে সমস্ত শহরের বায়ু দূষণের মাত্রা অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ২০০ এর কম সেখানেই মিলবে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি। ইতিমধ্যেই হরিয়ানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিওয়ালি ও গুরুপরবের সময় রাত আটটা থেকে ১০ টা পর্যন্ত পরিবেশবান্ধব বাজি পোড়ানো যেতে পারে। এছাড়া বড়দিন এবং নববর্ষ উপলক্ষে রাত ১১ টা ৫৫ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।