পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর পার্থ ঘনিষ্ট হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করল ইডি

ছবি সংগৃহীত,

টিডিএন বাংলা ডেস্ক: পূর্বেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবার পার্থ ঘনিষ্ট হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার এই অর্পিতার বাড়িতেই অভিযান চালিয়ে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে ছিল কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডি। আজ শনিবার সকালেই অর্পিতাকে আটক করা হয়েছে বলে খবর।

ইডি সূত্রে খবর, অর্পিতার টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে। পাশাপাশি তার ওই ফ্ল্যাট থেকে ২০টি মোবাইল ফোন, অনেক সোনা-গহনা ও বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে।