আহমেদাবাদ বিস্ফোরণ মামলার সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে জমিয়তে উলেমায়ে হিন্দ

টিডিএন বাংলা ডেস্ক : ২০০৮ এর আহমেদাবাদ বিস্ফোরণ কাণ্ড। ৩৮ জনকে ফাঁসির সাজা গ‍ুজরাতের বিশেষ আদালতের। পাশাপাশি ১১জনকে যাবজ্জীবন কারাদণ্ড। এই রায়কে চ্যালেঞ্জ জানাতে চলেছে স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া জমিয়তে উলেমায়ে হিন্দ।

জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানি জানান, ‘বিশেষ আদালতের সিদ্ধান্ত অবিশ্বাস্য। আমরা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং আইনি লড়াই চালিয়ে যাব।
তিনি আরও বলেন, দেশের খ্যাতনামা আইনজীবীরা আইনি লড়াই করবেন।

মাওলানা মাদানির বিশ্বাস, উচ্চ আদালতে প‍ূর্ণ ন্যায়বিচার পাবেন সাজাপ্রাপ্তরা। এপ্রসঙ্গে উদাহরণ হিসাবে মাওলানা বলেন, অক্ষরধাম মন্দির হামলার ঘটনায় নিম্ন আদালতের তরফে ম‍ুফতি আবদ‍ুল কাইয়‍ুম সহ ৩জনকে মৃত্য‍ুদণ্ড ও ৪জনকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। গ‍ুজরাত হাইকোর্টও সেই রায় বহাল রাখে। কিন্ত‍ু স‍ুপ্রিমকোর্ট তাদের বেকস‍ুর খালাস করে। শ‍ুধ‍ু তাই নয়, মিথ্যাভাবে মামলায় ফাঁসানোর জন্য তিরস্কারও করা হয়। এই মামলাও এমনটাই হবে বলে বিশ্বাস জমিয়ত সভাপতির।