HighlightNewsদেশ

সাংসদ পদ ত্যাগ করলেন অখিলেশ যাদব

টিডিএন বাংলা ডেস্ক: লোকসভার সাংসদ পদ ত্যাগ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। পূর্ব-উত্তরপ্রদেশের আজমগড়ের সাংসদ ছিলেন তিনি। সদ্য সমাপ্ত উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কারহাল থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার নিজের সাংসদ পদ ত্যাগ করলেন অখিলেশ।
সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের এহেন সাংসদ পদ ত্যাগ করা বিজেপিকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বি দল হিসেবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ১১১ টি আসন দখল করেছে। যদিও বিজেপি একাই ২৫৫ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

Related Articles

Back to top button
error: