HighlightNewsআন্তর্জাতিক

আল-আকসায় ইসরাইলিদের পতাকা-মিছিলের ডাক, বড়সড় সংঘর্ষের আশংকা

টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনিদের ব্যাপক বিরোধিতা ও হুশিয়ারি সত্ত্বেও ইহুদিবাদীরা আগামীকাল (২৯ মে) পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে কথিত পতাকা মিছিল বের করবে। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে মুসলমানদের প্রথম কিবলা হিসেবে খ্যাত আলআকসা মসজিদের শহর তথা বায়তুল মুকাদ্দাসের পূর্ব অংশ দখল করে। সেই থেকেই বিষয়টিকে বিজয়ের স্মরণ হিসবে এই পবিত্র মসজিদের কাছে বা পূর্ব বায়তুল মুকাদ্দাসে পতাকা মিছিল করে আসছে দখলদার ইহুদিবাদীরা। আসলে ইহুদিবাদীরা এই শহরের ইহুদিকরণের অংশ হিসেবে এই মিছিল করতে চায়। গত বছর ফিলিস্তিনি সংগ্রামীদের সোর্ড অব কুদস বা কুদস্‌-এর তরবারি শীর্ষক যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলা জোরদার বা অব্যাহত থাকার ভয়ে ইহুদিবাদীরা এই মিছিল বের করার সাহস পায়নি। অবৈধ ইহুদি বসতির অধিবাসীরা এই মিছিল বের করতে চাইলেও ইসরাইলি কর্তৃপক্ষ তার অনুমতি দেয়নি। এখন এই উগ্র ইহুদিবাদীরা আশঙ্কা করছে যে এ বছরও যদি তারা পতাকা মিছিল বের করতে না পারে তাহলে প্রতি বছরই ফিলিস্তিনি প্রতিরোধের মুখে এই মিছিলের আয়োজন বাতিল হয়ে যাবে। আর তাই তারা এ বছর এই মিছিল অনুষ্ঠানের জন্য বেশ পীড়াপীড়ি করছে।

এদিকে নাফতালি বেনেট ও ইয়ায়ের লাপিদের নেতৃত্বাধীন ইসরাইলি জোট সরকার তাদের প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক গ্রুপের, বিশেষ করে নেতানিয়াহুর সমর্থন ঠেকানোর জন্য এই মিছিল করার অনুমতি দিয়েছে। ওদিকে ফিলিস্তিনি গণ-যুব আন্দোলন নামের একটি ফিলিস্তিনি দল আগামীকালকে ফিলিস্তিনি পতাকা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে। দলটি কুদস শরিফের প্রতিটি বাড়ি, সড়ক ও স্কয়ার থেকে শুরু আল-আকসা মসজিদের বাবুল আমুদ ত্বোরণ পর্যন্ত ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে। আলকুদস্-এ ইসরাইলি পতাকা মিছিলের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামী দলগুলোর কঠোর হুশিয়ারির প্রেক্ষাপটে ইসরাইলের কোনো কোনো সংবাদ ও সামরিক মহল এই মিছিল অনুষ্ঠানের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছে, ইসরাইল ফিলিস্তিনি গ্রুপগুলোর সঙ্গে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। সম্প্রতি যে সামরিক মহড়া ইসরাইল চালিয়েছে তা ইসরাইলি সেনাদের ও ইসরাইলি অভিবাসীদের ভেঙ্গে যাওয়া মনোবল জোড়া লাগাতে ও সামরিক ভারসাম্যের ভাব সৃষ্টি করতেই করা হয়েছে। ইসরাইলি দৈনিক ফিলিস্তিনিদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধকে বিপর্যয় বলে আগাম ভবিষ্যদ্বাণী করেছে।

ফিলিস্তিনের ওলামা পরিষদের প্রধান ও আল-আকসা মসজিদের খতিব শেইখ আকরামা সাবরি বলেছেন, ইহুদিবাদীদের পতাকা মিছিল কখনোই আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবে না। বায়তুল মুকাদ্দাসের গ্র্যান্ড মুফতি শেইখ আকরামা সাবরি আরও বলেন, পতাকা মিছিলের মাধ্যমে ইহুদিবাদীরা শক্তি প্রদর্শন করতে চায় এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীও উগ্রবাদীদের অশুভ ইচ্ছা পূরণের চেষ্টা করে যাচ্ছে। আল-আকসা মসজিদের খতিব বলেন, পতাকা মিছিলে অংশগ্রহণকারীরা নেচে-গেয়ে পতাকা মিছিল করে থাকে। এ সময় তারা এমন সব স্লোগান দেয় যা উসকানিমূলক। তারা আরব ও ফিলিস্তিনিদের আবেগ ও বিশ্বাসকে কটাক্ষ করে বক্তব্য রাখে। তারা বলতে থাকে আল-আকসা ইহুদিদের এবং ফিলিস্তিনিদেরকে এই শহর থেকে বের করে দেওয়া হবে। উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল যাতে আল-আকসা মসজিদে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানান এই গ্র্যান্ড মুফতি। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে আল-আকসা মসজিদে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র- পার্সটুডে

Related Articles

Back to top button
error: