HighlightNewsদেশরাজ্য

রাজ্যের থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু কেন্দ্রের, যুক্তরাষ্ট্রীয় কাঠামে আঘাত! প্রতিবাদ বিরোধীদের

টিডিএন বাংলা ডেস্ক: এত দিন পর্যন্ত পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণ ছিল রাজ্য সরকারের হাতে। তাদের নিয়োগ, প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ করতো রাজ্যই। কিন্তু এবার রাজ্য সরকারের হাত থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিজের হাতে রাখতে চায় কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী তারা এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বলে খবর। তবে এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি চরম আঘাত হিসাবেই দেখছেন বিরোধীরা।

২০০৬ সালের ‘মডেল পুলিশ অ্যাক্ট’স-কে কাজে লাগিয়ে মোদি সরকার ‘ওয়ান নেশন, ওয়ান পুলিস ফোর্স’ নীতি কার্যকর করতে চাইছে। সারা ভারত জুড়ে ‘এক উর্দি, এক টুপি, এক এমব্লেম, এক পতাকা’ স্লোগান তুলে ইতিমধ্যে কেন্দ্র রাজ্য পুলিশের প্রধানদের বা ডিজিপি-দের চিঠিও পাঠিয়েছে। বাংলার পুলিশের ডিজি মনোজ মালব্যকে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে।

ইতিমধ্যে কয়েকটি রাজ্য কেন্দ্রের কথা মত তথ্য পাঠিয়েছে। যদিও বাংলা সহ দেশের ১৮টি রাজ্য এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই রাজ্যগুলির মধ্যে যেমন অবিজেপি শাসিত রাজ্য রয়েছে তেমনি বিজেপি শাসিত রাজ্যও আছে। অবিজেপি শাসিত রাজ্য গুলির মধ্যে রয়েছে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। আবার বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম এবং গোয়া।

Related Articles

Back to top button
error: