ট্রাম্পের সব চেষ্টায় বিফলে, বিডেনের জয়েই সিলমোহর ইলেক্টোরাল কলেজের

ছবি সৌজন্যে জো বিডেনের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: ট্রাম্পের সব চেষ্টায় জল ঢেলে বিডেনের জয়েই সিলমোহর দিলো ইলেক্টোরাল কলেজ। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে বিডেন ৩০৬টি ও ট্রাম্প ২৩২টি ভোট পেয়েছেন। ফলে বাইডেনের প্রেসিডেন্ট পদে বসতে আর কোনো বাধায় রইলো না।