রাজ্য

অবৈধভাবে আধার কার্ড তৈরির অভিযোগ, মালদায় ধৃত দুই

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: অবৈধভাবে আধার কার্ড তৈরির অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো মালদা জেলার পুলিশ। মঙ্গলবার বিকেল নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চন্ডিপুর বাজার এলাকায়।

আধার কার্ড তৈরির দুই পান্ডাকে গ্রেপ্তার করার পাশাপাশি একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন সহ আধার কার্ড তৈরিতে ব্যবহৃত আরো অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল অভিজিৎ দাস (৩৮) ও আব্দুর রউফ(৩২)। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিহাটা এলাকায়। বুধবার সকালে ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, তুলসিহাটা এলাকার বাসিন্দা ধৃত ওই যুবক মঙ্গলবার সকাল থেকে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর বাজার এলাকায় উদ্ধার হওয়া সমস্ত যন্ত্রপাতি নিয়ে আধার কার্ড তৈরিতে বসেছেল তারা। বিষয়টি সম্পর্কে গোপন সূত্রে খবর পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে তাদের কাছে অধর কার্ড তৈরির বৈধতা সম্পর্কে খতিয়ে দেখলে এর কোনো রূপ বৈধতার প্রমান দিতে পারেনি ধৃতরা। ফলে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল সহ আধার কার্ড তৈরিতে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

Related Articles

Back to top button
error: