দেশ

বোম্বে হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন রিয়ার, আর্জি খারিজ সৌভিকের; এখনো অর্ডার কপি পাইনি বলল এনসিবি

টিডিএন বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদক মামলায় প্রায় এক মাস ধরে জেলে কাটানোর পর শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন পেলেন বলিউড অভিনেত্রী তথা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। যদিও জামিনের আর্জি খারিজ করা হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী এবং আব্দুল বাসিত পরিহার, দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়েল মিরান্ডার।

এদিন বোম্বে হাইকোর্ট রিয়া চক্রবর্তীকে মোট পাঁচটি শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়। জামিনে থাকা কালিন রিয়া চক্রবর্তীকে নিজের পাসপোর্ট কোর্টে জমা করতে হবে। দেশের বাইরে যাবার প্রয়োজন হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া দশ দিন লাগাতার রিয়া চক্রবর্তী কে মুম্বাই পুলিশের কাছে হাজিরা দিতে হবে এবং এনসিবির দপ্তর থেকে যখনই তাঁকে তলব করা হবে, হাজিরা দিতে হবে। এদিন আদালত রিয়া চক্রবর্তীকে শর্তসাপেক্ষ জামিনে মুক্ত করার জন্য এক লক্ষ টাকা বন্ড হিসেবে ভরতে নির্দেশ দেয়। আদালতে মামলা চলাকালীন দেশের বাইরে যেতে পারবেন না রিয়া চক্রবর্তী। এছাড়া এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য সাক্ষীদের সঙ্গেও দেখা করতে পারবেন না রিয়া। রিয়া চক্রবর্তী সমস্ত শর্ত মেনে চলবেন সে সম্বন্ধে একটি মুচলেকা স্বাক্ষর করিয়ে তাকে এদিন জামিন দেওয়া হয়।

এদিকে আদালতের পক্ষ থেকে রিয়া চক্রবর্তী কে শর্তসাপেক্ষে জামিন এর নির্দেশ দিয়ে দেওয়া হলেও এনসিবির তরফ থেকে জানানো হয়,”আমরা এখনো অর্ডার কপি পাইনি। অর্ডার কপি পাওয়ার পর আমরা সেটা বিচার করব এবং ঠিক কি কারণে বেল দেওয়া হয়েছে তাও ভালো করে বোঝা হবে। এরপর এ নিয়ে আমাদের লিগাল টিমের সঙ্গে আলোচনা করার পর এ সম্বন্ধীর সিদ্ধান্ত নেওয়া হবে যে এ নিয়ে আগামী দিনে কোনো আবেদন করা হবে কিনা।”

Related Articles

Back to top button
error: