নারকেলডাঙা মেন রোডে সাধারন ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে!

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: সকাল থেকেই উত্তপ্ত অষ্টম দফার বিধানসভা নির্বাচনের পরিবেশ। কোথাও উদ্ধার হচ্ছে সকেট বোমা তো কোথাও ফলা লাগানো তীর। এই পরিস্থিতিতে এবার সাধারণ ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকতলা বিধানসভার নারকেলডাঙা মেন রোডে। অভিযোগ জওয়ানদের লাঠির আঘাতে এক মহিলা হাতে চোট পান। খবর পেতে ঘটনাস্থলে পৌঁছন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পান্ডে।