হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ

ছবি: অর্জুন সিং এর ফেসবুক পেজ থেকে নেওয়া

টিডিএন বাংলা ডেস্ক: হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল বিজেপির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। শনিবার ঘটনায় ব্যপক উত্তেজনার সৃষ্টি হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে। বিজেপির দাবি, তাদের গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন দলীয় কর্মীকে পিটিয়ে খুন করা হয়। স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠরা হামলা চালায় বলেও অভিযোগ।