কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন ও প্রতিবাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন করে প্রতিবাদ সভা করলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শনিবার নিউটাউন ক্যাম্পাস প্রাঙ্গনে প্রতিবাদ সভা করে কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। অবিলম্বে নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা ও কৃষি আইন বাতিলের দাবীতেও সরব হন আলিয়ার ছাত্ররা।
তারা বিশ্ববিদ্যালয়ের সামনেই বিক্ষোভ প্রদর্শন করে।