দেরী করে হলেও প্রথমবারের মতো জনসমক্ষে জো বাইডেনকে জয়ী হিসেবে স্বীকার ট্রাম্পের

টিডিএন বাংলা ডেস্ক: দেরী করে হলেও প্রথমবারের মতো জনসমক্ষে জো বাইডেনকে জয়ী হিসেবে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্বাচনে জয় হয়েছে বাইডেনের। পাশাপাশি এদিন নিজেই গণনায় কারচুপির অভিযোগও খারিজ করে দেন তিনি। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। পাশাপাশি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।