রাজ্য

ফের পথচলা শুরু হলো এম এ হান্নান সম্পাদিত ‘নারীশক্তি’র পথচলা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: করোনা আবহের মধ্যেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রাবন্ধিক এম এ হান্নান এবং নায়ীমা আনসারীর সম্পাদনায় প্রকাশিত হলো নতুন ধারার পত্রিকা মাসিক ‘নারীশক্তি’। রবিবার জঙ্গীপুরের বাহুরা বটতলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমেই পত্রিকাটি প্রকাশিত হয়। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক এম এ হান্নান ও নায়েমা আনসারী, ‘রঙধনু’ পত্রিকার সম্পাদক জয়নূল আবেদীন, বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান, আবুতাহের আনসারী, কবি গোফুর সেখ, গল্পকার এস এম নিজামুদ্দিন, শিল্পপতি ও সমাজসেবী গোলাম মোস্তফা সহ অন্যান্যরা।

পত্রিকাটির উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়।
কবি নজরুলের ভাষায় ‘সেদিন সুদূর নয়/ যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়- প্রত্যাশা নিয়ে পত্রিকা সম্পাদক এম এ হান্নান তাঁর বক্তব্যে ‘নারীশক্তি’-র লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। নজরুলের ‘নারী’ কবিতা আবৃত্তি ও উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধান অতিথির ভাষণে রঙধনুর সম্পাদক জয়নূল আবেদীন বলেন, ইসলাম নারীকে অধিকার দিয়েছে কিন্তু মুসলমানরা তা দেয় নি। আমরা ধর্মীয় বিধি বিধান পালনের মাধ্যমেই ইসলামকে সীমাবদ্ধ রেখেছি। অথচ নবীজী কবিতা চর্চাকেও উৎসাহ প্রদান করেছেন। আমরা অনেকেই তা জানিনা।

উল্লেখ্য, এম এ হান্নানের সম্পাদনায় ইতিপূর্বে নব্বইয়ের দশকের শুরুতে (জানুয়ারি’১৯৯০) পাক্ষিক ‘নারী’ পত্রিকা প্রকাশিত হয়, যা তৎকালীন সময়ে সারা বাংলার সুশীল সমাজের মানুষদের কাছে যথেষ্ট সমাদৃতও হয়। মাঝে মাঝে অনিয়মিত হয়ে পড়লেও দীর্ঘ ১৪ বছর ধরে পত্রিকাটি বেঁচে ছিল। নানান সংকটে শেষ পর্যন্ত এটি বন্ধ হয়ে যায়। অবশেষে আবার দেড় দশক পর অতীতের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ‘নারীশক্তি’-র পথচলা শুরু হল। এদিন নারী শক্তির উপর অভিনব একটি পত্রিকা প্রকাশ করায় সম্পাদককে উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্টজনেরা।

Related Articles

Back to top button
error: