বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কারণেই অমরিন্দরকে সরানো হয়েছে, দাবি রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক : এক সময়ের পাঞ্জাবের কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর অপসারণের সিদ্ধান্তের পর থেকেই কংগ্রেসের বিরুদ্ধে শুরু হয় সমালোচনার। কিন্তু তার পরেও পিছিয়ে আসেনি কংগ্রেস নেতৃত্ব। এবার এই প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী প্রসঙ্গে রাহুল গান্ধী কড়া ভাষায় প্রতিক্রিয়া দিলেন। মঙ্গলবার পাঞ্জাবের একটি নির্বাচনী জনসভা থেকে রাহুল দাবি করেছেন যে, কংগ্রেসের প্রবীণ নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কারণেই সরানো হয়েছে। উত্তর প্রদেশের ভোট পর্ব মিটলেই পাঞ্জাবে ২০ ফেব্রুয়ারীতে এক দফায় ভোট। আর পরের মাসে ১০ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

একইসঙ্গে চান্নির প্রশংসায় পঞ্চমুখ হয়ে রাহুল বলেন, ‘চান্নিজি দরিদ্র মানুষের সঙ্গে দেখা করেন, তাদের আলিঙ্গন করেন, তাঁদের সাহায্য করেন। আপনি কি অমরিন্দর সিং জিকে একজন দরিদ্র ব্যক্তিকে আলিঙ্গন করতে দেখেছেন? আমি এটি কখনও দেখিনি। যেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে অমরিন্দর সিং বিজেপির সঙ্গে যুক্ত, কংগ্রেস তাঁকে সরিয়ে দিয়েছে। তার আগেই আমি তাঁকে বলেছিলাম ‘পাঞ্জাবের বিদ্যুত সমস্যার সমাধান করুন। সমাধান করা তো দূর সেই সময় অমরিন্দর সিং আমাকে বলেছিলেন এই সংস্থাগুলির সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। পরে আমি চন্নিজিকে একই বিদ্যুত্‍ সমস্যার সমাধান করতে বলেছিলাম, তিনি অবিলম্বে এটি করেছেন।’

আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পিএম মোদীকে নিশানা করে রাহুল বলেন, ৩-৪ শিল্পপতি এঁদের উভয়কেই নিয়ন্ত্রণ করে। রাহুল ভোটারদের সতর্ক করে বলেন, পাঞ্জাব পরীক্ষা করার জন্য কোনও ল্যাব নয়। কোনও রকম ভুল সিদ্ধান্ত নিলে পাঞ্জাবকে আগুন নিক্ষেপের সমতুল্য হবে। কৃষক এবং দরিদ্ররা প্রধানমন্ত্রী মোদীর পিছনে নেই বলেও দাবি করে রাহুল। নোটবন্দী, কৃষি আইনের মতো বিষয় এনে মোদী গরীবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও তোপ দাগেন রাক্তন কংগ্রেস প্রধান।