ফের শুরু অমরনাথ যাত্রা, শুক্রবার হওয়া হড়পা বানে এ পর্যন্ত নিহত ১৬, আহত ৩৫

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার থেকে ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। শুক্রবার সন্ধ্যায় অমরনাথ গুহার কাছে হড়পা বানের কারণে যাত্রা স্থগিত করা হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী। ৩৫ জন আহতকে এয়ারলিফট করা হয়েছে। ৪৫ জন এখনও নিখোঁজ এবং পাহাড় উদ্ধারকারী দল তাঁদের খুঁজছে। সারারাত চলে সেনাবাহিনীর উদ্ধার অভিযান। অভিযান চলাকালীন কোনো মৃতদেহ খুঁজে পায়নি সেনা।

সিআরপিএফ ডিজি কুলদীপ সিং বলেছেন যে এখনই আমরা সমস্ত নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়া যায় কিনা তা দেখার জন্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। পহেলগাম এবং বালতালের বেস ক্যাম্পের বাইরে কোনও ভ্রমণকারীকে অনুমতি দেওয়া হয়নি।