HighlightNewsদেশরাজ্য

দেশের অর্থনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ অমর্ত্য সেনের

টিডিএন বাংলা ডেস্ক: সল্টলেকে অমর্ত্য রিসার্চ সেন্টারের উদ্বোধন করতে এসে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন দেশের অর্থনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন। ভারতে বর্তমানে বিভিন্ন জাতি-ধর্মের মানুষের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কলকাতায় প্রতীচী ট্রাস্টের সেই ‘ব্যাক টু স্কুল’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন, অনিতা রামপাল, জিন ড্রিজ, কে শ্রীনাথ রেড্ডি ও একে শিবকুমার প্রমুখ। সেখানেই তিনি জানিয়ে দেন দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি খুবই ভীত।

এদিন তিনি বলেন, অমর্ত্য সেন বলেন, ‘আজ যদি আমাকে কেউ প্রশ্ন করেন, আপনি কি কোনও কিছু নিয়ে ভীত? আমি বলব হ্যাঁ। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ, আমিও চাই, দেশ বিভক্ত না হয়ে, ঐক্যবদ্ধ থাকুক। দেশের বর্তমান পরিস্থিতি আমার কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে আমি জাতীয়তাবাদী এমনটা নয় । ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুর বা মুসলমানের হতে পারে না। একসঙ্গে, একযোগে কাজ করতে হবে। তবেই সেটা ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’

Related Articles

Back to top button
error: