HighlightNewsরাজ্য

নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন অমিতাভ: এটা বলতে সাহস লাগে, বললেন মমতা

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অমিতাভ বচ্চন। বলিউড ছবি পাঠান নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই সুপারস্টার অমিতাভ বচ্চনের একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অমিতাভ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বহু বছর কেটে গেছে, আজও নাগরিকদের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি অমিতাভের কথাকে সমর্থন করে বলেন, অমিতাভ এমন কথা বলেছেন, যা কেউ বলতে পারে না। এটা বলতে সাহস লাগে। এদিকে, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এই প্রসঙ্গে বলেন, অমিতাভের কথা বাংলার চেয়ে অন্য কোনও জায়গার জন্য বেশি সঠিক হতে পারে না, কারণ তিনি এমন জায়গায় স্বাধীনতার কথা বলেছেন যেখানে নির্বাচনের পরে সর্বাধিক রক্তপাত এবং সহিংসতা হয়েছিল। এদিন অমিতাভের বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত মমতা বলেন, আমার দৃষ্টিতে অমিতাভ বচ্চন ভারতরত্ন এবং আমরা চাই তাঁকেও ভারতরত্ন দেওয়া হোক।

Related Articles

Back to top button
error: