টিডিএন বাংলা ডেস্ক: কৃষক আন্দোলন চলাকালীন দিল্লির সমস্ত সীমান্ত গুলি বন্ধ হয়ে রয়েছে। ঐ সমস্ত সীমান্ত খোলার জন্য শীর্ষ আদালতে একটি আবেদনপত্র দাখিল করা হয়েছে। আবেদনকারী বলেছেন শাহীনবাগ নিয়ে রায়দানের সময় সুপ্রিম কোর্ট বলেছিল বিক্ষোভ প্রদর্শন প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট জায়গায় হওয়া উচিত। রাস্তা বন্ধ করা যাবে না। এইজন্য আন্দোলনকারীদের নির্দিষ্ট জায়গায় পাঠানো হোক। কোভিড সংক্রান্ত নিয়মের পালনও করানো হোক।
এদিকে, দিল্লি সীমান্তে লাগাতার ন’দিন ধরে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখিয়ে চলেছেন হাজার হাজার কৃষকরা। কৃষক বিদ্রোহের জেরে দিল্লির সমস্ত সীমান্ত সিল হয়েছে। যার জেরে প্রভাবিত হচ্ছে দিল্লির স্বাভাবিক জনজীবন। এদিকে, গতকাল দ্বিতীয়বারের জন্য কেন্দ্র এবং কৃষক সংগঠনের বৈঠকের পরেও কোন সমাধানসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে এদিন একটি বৈঠকের পর আগামী ৮ ডিসেম্বর সারা ভারতজুড়ে বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।