HighlightNewsদেশ

কৃষক আন্দোলন আরো জোরদার করতে আগামী ৮ ডিসেম্বর সারা ভারত জুড়ে বনধের ডাক দিল কৃষকরা; বন্ধ থাকবে টোলপ্লাজাও

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার দিল্লির সীমান্তে বিক্ষোভ দেখিয়ে চলেছেন হাজার হাজার কৃষকরা। আজ কৃষক আন্দোলনের নবম দিন। এই পরিস্থিতিতে নিজেদের আন্দোলন আরো জোরদার করতে আগামী ৮ ডিসেম্বর সারা ভারত বনধের ডাক দিলেন আন্দোলনরত কৃষকরা। শুধু তাই নয় কাল সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করার ঘোষণাও করেছেন তাঁরা।

গতকাল দ্বিতীয়বারের জন্য কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির বৈঠকের পর কোন সমাধানসূত্র না বের হবার পর আজ একটি বৈঠকের পর সিংঘু বর্ডারে সাংবাদিক সম্মেলন করে আন্দোলনরত কৃষকরা বলেন, এমএসপি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে কিন্তু আমরা তিনটে আইনি প্রত্যাহার করিয়ে ছাড়বো। এক কৃষক নেতা বলেন,”আমরা এই আন্দোলন আরো জোরদার করব। ৮ ডিসেম্বর ভারত বনধ থাকবে, সমস্ত টোলপ্লাজাগুলিকেও বন্ধ করানো হবে। এর পাশাপাশি দিল্লিতে আসার সমস্ত রাস্তা বন্ধ করা হবে।

আন্দোলনকারী কৃষক নেতারা আরও বলেন, আজ তামিলনাড়ুতে এবং কর্নাটকে আমাদের বিক্ষোভ প্রদর্শন ছিল। এবার ওই কৃষকদেরও দিল্লি আসার কথা বলে দেওয়া হয়েছে। পুরো দেশের কৃষকদের আহ্বান জানানো হয়েছে। লড়াই আরপাড়ের হবে। পিছু হটার কোনো প্রশ্নই ওঠে না।

কৃষক নেতা আরও বলেন, কর্পোরেট ফার্মিং কৃষকদের পছন্দ নয়। আমরা কোন ডেডলাইন দিচ্ছি না আমরা শুধুমাত্র সরকারকে বলছি যে পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে প্রত্যেকটি রাজ্য থেকে আরও বেশি করে লোক দিল্লিতে আনা হবে। আমরা বিশ্বাস করি না কিন্তু মানুষের মনের সরকারের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ জমে রয়েছে।

নিজেদের বিক্ষোভ আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে কৃষক নেতা আরও বলেন, “৭ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কর্নাটকে বিধানসভার বাইরে কৃষকরা বিক্ষোভ দেখাবেন। বাংলায় রাস্তার ওপর আন্দোলন করা হবে। কোন সরকারের এই সাহস নেই যে এই আন্দোলনের সামনে টিঁকে যায়।”

এদিকে, গতকাল প্রায় সাত ঘণ্টা ধরে বৈঠক চলার পর শনিবার ফের কেন্দ্রের সাথে বৈঠকে বসবে কৃষক সংগঠনের সদস্যরা। গতকাল বৈঠকের পর কৃষকরা জানিয়েছিলেন তাদের আন্দোলন চলবে। তারা সরকারের দেওয়া প্রস্তাবের সঙ্গে একমত নন।

 

Related Articles

Back to top button
error: