ফ্রান্সে বিজয় মাল্যর ১.৬ মিলিয়ন ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি

ছবি সৌজন্যে বিজয় মাল্যর ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: ফ্রান্সে বিজয় মাল্যর ১.৬ মিলিয়ন ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয়েছে,”বিজয় মাল্যর ১৪ কোটি টাকার সম্পত্তি ফ্রান্সে অ্যান্টি মানি লন্ডারিং আইনের আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে।” উল্লেখ্য, কিংফিশের এয়ারলাইনস লিমিটেডের মালিক এবং মদ ব্যবসায়ী বিজয় মাল্য ভারত থেকে পলাতক। ২০১৯ সালের জানুয়ারি মাসে মানি লন্ডারিং আইনের আওতায় বিজয় মাল্যকে আদালত “পলাতক অপরাধী” হিসেবে ঘোষণা করেছিল। ২০১৬ সালের মার্চ মাস থেকে বিজয়মাল্য লন্ডনেই বসবাস করছেন। ভারত সরকারের পক্ষ থেকে লাগাতার বিজয়মাল্যকে ভারতে ফেরানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।