HighlightNewsদেশ

কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর আট পাতার চিঠি; “দয়া করে পড়ুন”, আন্দোলনকারীদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে দিল্লির সীমান্তে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আন্দোলনরত কৃষকদের একটা বড় অংশের মূল দাবি মিনিমাম সাপোর্ট নিয়ে সরকার লিখিতভাবে প্রতিশ্রুতি দিক। শুধু তাই নয়, যদি কেউ এমএসপি থেকে কম দামে কিনে নিয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে জেল অথবা জরিমানা কিংবা একই সঙ্গে দুটো শাস্তিই দেওয়া হোক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে একটি আট পাতার খোলা চিঠি লেখেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ওই দীর্ঘ চিঠিতে তিনি কৃষকদের জানিয়েছেন, মিনিমাম সাপোর্ট প্রাইস সম্পর্কে সরকার লিখিতভাবে কৃষকদের প্রতিশ্রুতি দিতে প্রস্তুত।

নরেন্দ্র সিং তোমর লিখেছেন, ষড়যন্ত্র করে রাজনৈতিক দলের এক মহল কৃষি আইনের বিরুদ্ধে প্রচার করছে। তার দাবি এই আইনে আদতে কৃষকদের সিংহভাগই খুশি। নিজের পারিবারিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তোমর আরো লিখেছেন, আমি কৃষক পরিবার থেকে এসেছি। ছোটবেলা থেকে তাদের কষ্টসাধ্য জীবনের অংশীদার থেকেছি। নতুন কৃষি আইন কার্যকর হওয়ার পর এমএসপি সংগ্রহ রেকর্ড তৈরি করেছে।

বিরোধী দলের নেতাদের নাম উল্লেখ না করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আরও লিখেছেন, এমএসপি এবং মান্ডি ব্যবস্থা নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এমএসপি এবং মান্ডি দুই থাকবে। কেন্দ্র তা লিখিত ভাবে জানাতে প্রস্তুত। গত ছয় বছরে নরেন্দ্র মোদি সরকার কৃষকদের জন্য অসংখ্য পদক্ষেপ নিয়েছে। এই নতুন তিনটি আইনের মাধ্যমে কৃষকরা তাদের ফসল যেখানে খুশি বিক্রি করতে পারবেন।

পাশাপাশি মনমোহন সিংহের আমলে স্বামীনাথন কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই আইন তৈরি করা হয়েছে বলেও লিখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তার অভিযোগ বিরোধীদের অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর এই চিঠিটি রিটুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে একবার ওই চিঠি পড়ার জন্য অনুরোধ করেছেন।

Related Articles

Back to top button
error: