HighlightNewsদেশ

তিনটি কৃষি আইনের মাধ্যমে ভোটের খরচ তুলবে বিজেপি! বিধানসভায় কৃষি আইনের প্রতিলিপি ছিঁড়ে বিস্ফোরক অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন এর বিরুদ্ধে সরব হয়ে এবার বিধানসভায় বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, এই তিন আইনের মাধ্যমে ভোটের খরচ তুলবে বিজেপি।

কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, বিগত কয়েক বছরে ভোটের খরচ বাড়িয়েছে বিজেপি। সেই বাড়তি খরচ এই তিনটি নতুন কৃষি আইনের মাধ্যমে তুলে নেবে বিজেপি। কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি বলেছে কৃষকরা দেশের যেকোন প্রান্তে ফসল বিক্রি করতে পারবেন।দেশে ধানের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ১ হাজার ৮৬৮ টাকা। উত্তরপ্রদেশ এবং বিহারে ৯০০ থেকে ১০০০ টাকায় ধান বিক্রি হয়। তাহলে, কৃষকরা কোথায় তাঁদের ফসল বিক্রি কর আয় করবেন? প্রশ্ন কেজরিওয়ালের। তাঁর দাবি, কৃষকরা কোন ভাবেই সারা দেশে নিজেদের ফসল বিক্রি করতে পারবেন না। উল্টে কোন শিল্পপতি তাদের কাছ থেকে এই ফসল কিনে বিপুল দামে বিক্রি করবেন।

পাশাপাশি কৃষক আন্দোলনে এখনো পর্যন্ত হওয়া কৃষক মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রের উদ্দেশ্যে কেজরিওয়ালের প্রশ্ন, আর কত জন কৃষক মরলে আপনাদের টনক নড়বে? এ প্রসঙ্গে ব্রিটিশ আমলের কৃষক আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করে কেজরিওয়াল বলেছেন, ১৯০৭ সালে ঠিক একইভাবে কৃষি আইন এর বিরুদ্ধে পথে নেমেছিল কৃষকরা। সেসময় ভগৎ সিংয়ের বাবা কিশোরী সিংহ এবং কাকা অজিত সিংহের নেতৃত্বে প্রায় নয় মাস ধরে আন্দোলন চালিয়েছিলেন কৃষকরা। তাদের আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত তৎকালীন বৃটিশ সরকারকে কৃষকদের দাবি মেনে নিতে হয়েছিল।

বৃহস্পতিবার কৃষি আইন সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের আইনজীবীর মন্তব্য উল্লেখ করে কেজরিওয়াল বলেছেন,সুপ্রিম কোর্টেও আইনজীবী জানিয়েছেন কৃষকদের আন্দোলন যুক্তিসঙ্গত। এ প্রসঙ্গে কেজরিওয়ালের দাবি বিজেপি শুধুমাত্র কৃষকদেরই নয় দলীয় কর্মীদেরও বোকা বানাচ্ছে।কেন্দ্রীয় সরকার বলছে, কৃষকরা কৃষি আইনের সুবিধা বুঝতে পারছে না। কেন্দ্রের উদ্দেশ্যে কেজরিওয়ালের পরামর্শ, এভাবে কৃষকদের সুবিধা নিয়ে সরকারের ছেলে খেলা করা উচিত নয়।

Related Articles

Back to top button
error: