HighlightNewsদেশ

লাভ জিহাদ আইন সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টে স্বস্তি পেল যোগী সরকার; শেষ শুনানি ৭ জানুয়ারি

টিডিএন বাংলা ডেস্ক: লাভ জিহাদ আইন সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টের স্বস্তি পেল যোগী সরকার। এদিনের শুনানিচলাকালীন ওই আইনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল আদালত। তবে যোগী সরকারের কাছে আগামী ৪ জানুয়ারির মধ্যে এ প্রসঙ্গে বিস্তৃত জবাব চেয়েছে আদালত। এরপর এই মামলার আবেদনকারীদের ৬ জানুয়ারির মধ্যে একটি হলফনামা দাখিল করতে হবে। যার পর ৭ জানুয়ারি এই মামলার শেষ শুনানি হবে বলে জানিয়েছে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, যোগী সরকারের চালু করা নতুন লাভ জিহাদ আইনের বিরুদ্ধে চারটি আলাদা আলাদা আবেদনপত্র দায়ের করা হয়েছে। ওই পিটিশন গুলিতে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার অভিযোগ করা হয়েছে। আবেদনকারীদের দাবি এখনো পর্যন্ত লাভ জিহাদ আইনের আওতায় যতগুলি মামলা দায়ের হয়েছে, তারমধ্যে অভিযুক্তদের যেন গ্রেফতার না করা হয়। তবে আদালতের পক্ষ থেকে আবেদনকারীদের এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: