HighlightNewsদেশ

আর কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনা ভ্যাকসিন; জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: আর বেশি দিনের অপেক্ষা নয়। কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনার ভ্যাকসিন। বৈজ্ঞানিকদের কাছ থেকে সবুজ সংকেত টেলি পৌঁছে যাবে ভারতের প্রতিটি ঘরে ঘরে। করণা ভ্যাকসিন সংক্রান্ত একটি সর্বদলীয় বৈঠকের পর দেশবাসীর উদ্দেশ্যে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই সর্বদলীয় বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে বর্তমানে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। জানা যাচ্ছে আর কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হবে ভ্যাকসিন তৈরি প্রক্রিয়া। আর এরপর বৈজ্ঞানিকদের কাছ থেকে ছাড়পত্র পেলেই দেশের মানুষকে টিকাকরণ করার প্রক্রিয়া শুরু হবে।

টিকাকরণ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই বিষয়ে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেওয়া পরামর্শ বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে এই টিকাকরণের কাজ সম্পূর্ণ করবে বলেও জানান তিনি। মোদি আরো বলেন, টিকার মূল্য নির্ধারণের ক্ষেত্রে ও কেন্দ্র এবং রাজ্য মিলিত ভাবে সিদ্ধান্ত নেবে। শুধু তাই নয় টিকা কাদের আগে দেওয়া হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেবে রাজ্য। তবে যারা করোনা রোগীদের সেবার কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের পাশাপাশি বয়স্ক মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে টিকাকরণের জন্য ইতিমধ্যেই একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্সের রাজ্য স্তরের প্রতিনিধিদের পাশাপাশি থাকবেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরাও। এ বিষয়ে ভারত “কোভিন” নামে একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছে।ভারতে করণা ভ্যাকসিনের জন্য সুষ্ঠু ট্রান্সপোর্ট ব্যবস্থা করা হয়েছে।

তবে, করোনার ভ্যাকসিন পেতে আর বেশি দেরি না থাকলেও করোনাভাইরাস এর সঙ্গে মোকাবিলায় সামান্যতম দিলেনই না করার উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি করণা পরিস্থিতিতে দেশের মানুষের অপরিসীম ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related Articles

Back to top button
error: