Highlightরাজ্য

আর গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করবে না রাজ্য, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

টিডিএন বাংলা ডেস্ক: এবার থেকে আর গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করবে না রাজ্য সরকার, এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্য মন্ত্রিসভা গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড অবলুপ্ত করার কথা ঘোষণা করেন। এতদিন পর্যন্ত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করে আসছে রাজ্য। কিন্তু রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এই সমস্ত পদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। এছাড়া, আশাকর্মীদের জন্য ২ হাজার ৫০০টি নতুন পদ তৈরি করা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক মামলার এখনও বিচারকার্য চলছে কলকাতা হাই কোর্টে। রাজ্য পুলিশের প্রতি আস্থা না থাকায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করার দাবি তুলে ছিলেন অনেকেই। সেই সুপারিশকে মান্যতা দিয়ে কলকাতা হাই কোর্ট সমস্ত অভিযোগের তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

Related Articles

Back to top button
error: