HighlightNewsরাজ্য

আরও এক বাঙালী কিংবদন্তির জীবনাবশান, চলে গেলেন ফুটবলার সুরজিত্‍ সেনগুপ্ত

টিডিএন বাংলা ডেস্ক : যেন আর থামতেই চাইছেনা কিংবদন্তিদের মৃত্যুমিছিল। কয়েকদিন মধ্যেই একে একে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মাঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ী, কলকাতা ময়দানের ভোম্বল দা বলে পরিচিত কিংবদন্তি কোচ ও ফুটবলার সুভাষ ভৌমিক। এবার চলে গেলেন আরও এক বাঙালী কিংবদন্তি ফুটবলার সুরজিত্‍ সেনগুপ্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

কলকাতা ময়দানে তাঁর মতো ফুটবলার মেলা ভার। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগ ছিলেন তিনি। করোনা পজিটিভ রিপোর্ট আশার পরেই বাইপাসের কাছে এক হাসাপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হলো না। অবশেষে এলো তাঁর মৃত্যুর সংবাদ। কিংবদন্তি এই ফুটবলারে মৃত্যুর সংবাদ শোকস্তব্ধ ভারতীয় ফুটবল জগত।

তাঁর বিখ্যাত গোলগুলির মধ্যে ছিল শিল্ডের সেমিফাইনালে কোরিয়া একাদশের বিরুদ্ধে দুরূহ কোণ থেকে তাঁর করা গোলটি। মারডেকা টুর্নামেন্টেও মালয়েশিয়ার ডিফেন্স বিরুদ্ধে তাঁর সেই খেলা মনে রাখবে ফুটবল জগত। সেই ম্যাচে এক ডিফেন্ডারের বুটের আঘাতে তিনি আহত হয়েছিল। সন্তোষ ট্রফির ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে গোল করার পরে উচ্ছ্বসিত হয়ে সুরজিত্‍ বার ধরে ঝুলে পড়েন। সেই ছবি ছাপানো হয়েছিল সংবাদপত্রে। কুয়েতের বিরুদ্ধে এক ম্যাচে জাতীয় দলের হয়ে গোল করেছিলেন তিনি। সেটাই জাতীয় দলের হয়ে তাঁর একমাত্র গোল।

Related Articles

Back to top button
error: