HighlightNewsরাজ্য

চেনা ছন্দে ক্লাসে ফিরল উচ্ছ্বসিত খুদেরা, পড়ুয়াদের দু’বছরের ঘাটতি পূরণে শিক্ষকদের সক্রিয়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: টানা ২বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যব্যাপী বড়দের পাশাপাশি ক্লাসরুমে এবার খুদেরাও ফিরল চেনা ছন্দে। বুধবার নদিয়ার করিমপুরের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বিদ্যালয়গুলিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে হাজির হয় পড়ুয়ারা। আর সেই পড়ুয়াদের দুবছরের পাঠদানের ঘাটতি পুরনে শিক্ষকের আরও সক্রিয় হবার দাবি জানালো অভিভাবকরা।

ইতিমধ্যে বড়দের স্কুল-কলেজ খুললেও দীর্ঘদিন ক্লাস রুমের মুখ দেখেনি প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা। ‘পাড়ায় শিক্ষালয়ে’র পর তারাও মুখিয়ে ছিল ক্লাসে আসার। বুধবার থেকে ১০০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুল খোলার সরকারি সিদ্ধান্তে সেই অপেক্ষার অবসান হল।

প্রথম দিনেই খুদেদের মন কাড়তে মিড-ডে-মিলে ভাল খাবারের ব্যবস্থাও করে স্কুল গুলি। সহ-পাঠীদের সাথে আবারও একসঙ্গে বসে খেতে পেরে উচ্ছ্বসিত কচিকাঁচারাও।

সোমবার শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই করিমপুর-১ ও ২ ব্লকের বিভিন্ন স্কুলে শুরু হয় ক্লাস রুম স্যানিটাইজ সহ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। কোথাও কোথাও বিদ্যালয়ের পরিষ্কারের কাজে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে হাত লাগান অভিভাবকরাও।

এত দিন পর সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পেরে পড়ুয়াদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। নজরুল ইসলাম নামে এক অভিভাবকের আক্ষেপ, গ্রামের খেটে খাওয়া পরিবারের সন্তানরা তো অক্ষর প্রায় ভুলেই গেল। আশা করি শিক্ষকরা এবার ছাত্রদের দু-বছরের সেই ঘাটতি পূরণে সচেষ্ট হবেন।

রাজ্যে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাসরুম খুলে যাওয়ায় খুশির হওয়া শিক্ষক মহলেও। নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আহমেদ বলেন, প্রায় দু বছর পর স্কুলে পঠন-পাঠন শুরু হবে সেই আনন্দে আগের দিনেই ক্লাস রুম স্যানিটাইজ সহ পরিষ্কারের কাজ করেছি। সরকারের সিদ্ধান্তে খুশি হয়ে স্থানীয় অভিভাবকরাও আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন।

কোভিড বিধি মেনে রাজ্যের প্রাথমিকের স্কুল খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গমাখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিরুল মন্ডল বলেন, খেলাধুলা-হইহুল্লোড়-পড়াশুনো সব মিলিয়ে কচিকাঁচাদের সঙ্গে আবারও মূল স্রোতে ফিরে আসলাম আমরাও। এখন ওদের দু’বছরের ঘাটতি পূরণ করাটাই আমাদের সামনে সব চেয়ে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Back to top button
error: