‘কালা কানুন’ সিএএ বিরোধী বিক্ষোভ রানাঘাটে

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: কেন্দ্রের সিএএ, এনআরসি, এনপিআর এর বিরুদ্ধে রবিবার রানাঘাট পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল ডব্লিউপিআই। ওই আন্দোলনে ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া সকল বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়। সকাল দশটা থেকে ধর্ণা চলে সাড়ে তিনটে পর্যন্ত।

পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী বলেন, “দেশ জুড়ে সংবিধান বাঁচানোর যে আন্দোলন চলছে তাতে সামিল হওয়া প্রত্যেক ভারতবাসীর নৈতিক কর্তব্য। সিএএ নামক যে কালা আইন কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ১৩০ কোটি জনতার উপর চাপাতে চাইছে, আমরা তা মেনে নেবো না। শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

জেলা সভাপতি তাজেল আলী মন্ডল তার বক্তব্যে বলেন, ‘সিএএ বিরোধী আন্দোলনে অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া সকল জেলবন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। ফ্যাসিস্ট কায়দায় গণতান্ত্রিক লড়াই আন্দোলনের অধিকারকে খর্ব করে দমন-পীড়নের মধ্য দিয়ে যুক্তিপূর্ণ বিরোধিতার কণ্ঠকে রোধ করা যাবে না, শান্তিকামী ভারতবাসী এর জবাব দেবেই।”

এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, জেলা সম্পাদক শাহাবুদ্দিন মন্ডল, প্রাক্তন বিধায়ক অরুপ কুমার দাস, আরএসপি শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক সুবির ভৌমিক, ইন্দ্রানী ঘোষ প্রমুখ।