ঘরবন্দি হয়ে তিতিবিরক্ত, অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ
টিডিএন বাংলা ডেস্ক: গত কয়েকদিন থেকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য লকডাউন বিরোধী বিক্ষোভে কার্যত উত্তাল। সরকারের চাপিয়ে দেওয়া কঠোর লকডাউন নীতিতে দীর্ঘদিন ধরে হাঁসফাঁস করছে রাজ্যের সাধারণ মানুষ। মনে করা হচ্ছে দীর্ঘদিনের কঠোর লকডাউন থেকে হাঁফ ছেড়ে বাঁচতেই স্থানীয় মানুষেরা স্বত্তস্ফূর্ত ভাবে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার অন্যান্য যে কোন রাজ্যের তুলনায় ভিক্টোরিয়া রাজ্যে অতিমারী করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ফলে খুব স্বাভাবিক কারণেই অস্ট্রেলিয়া সরকার এই রাজ্যে কঠোরভাবে লকডাউন জারি রেখেছে। কিন্তু দীর্ঘদিন লকডাউন জারি থাকার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। সরকারি নিয়মের কোনরকম তোয়াক্কা না করে সাধারণ মানুষ ঘর থেকে বেড়িয়ে মেলবোর্ন শহরে জমায়েত হতে থাকে এবং করতালির সাথে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। পরিস্থিতি আঁচ করে আগে থেকেই ভিক্টোরিয়া সরকার, শহরের রাস্তায় রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করে। মেলবোর্ন শহরের বেশ কয়েক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। মেলবোর্ন পুলিশ, একজন চিত্র সাংবাদিকসহ কুড়ি জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। যদিও অস্ট্রেলিয়া সরকার দেশের সমস্ত সাধারণ মানুষকে লকডাউন এর সমস্ত নিয়ম-নীতি মেনে চলার ও ধৈর্য ধরে ঘরের মধ্যে থাকার আর্জি জানিয়েছে এবং একই সাথে বিক্ষোভে অংশ গ্রহণ করে মুর্খামির পরিচয় না দিতে পরামর্শ দেয়া হয়েছে।