HighlightNewsদেশ

“‘অযোগ্য সেতু এবং নো উইন’-এর মতো অ্যাপ বাঁচাবে না”; মোদিকে কটাক্ষ রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ-এর প্রভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমণের হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দেশের মোট ১৬ টি রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। বেশকিছু রাজ্যে আংশিক লকডাউনও জারি হয়েছে। তবে, করোনার সংক্রমণ রুখতে আসল হাতিয়ার ভ্যাকসিনেশন। আর এই ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার জন্যই কেন্দ্রের তরফ থেকে বারবার “কো-উইন” এবং “আরোগ্য সেতু”-র মতো অ্যাপগুলি ব্যবহার করতে বলা হয়েছে দেশবাসীকে। কেন্দ্রের এই অ্যাপনির্ভর টিকাকরণ প্রক্রিয়াকেই কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এ প্রসঙ্গে একটি টুইট করে রাহুল গান্ধী লিখেছেন,”অ্যাপ-নির্ভর মোদি সরকারের জন্য বার্তা: এটা দুর্ভাগ্যের বিষয় যে করোনা তাদেরও হয় যাদের কাছে ইন্টারনেটের সুবিধা নেই — অর্থাৎ দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা! ‘অযোগ্য সেতু এবং নো উইন’-এর মতো অ্যাপ বাঁচাবে না বরং দুটি ভ্যাকসিন বাঁচাবে।”

এর আগে, বিদেশ থেকে আসা ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের গর্বিত ভাব নিয়েও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। একটি টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন,”বিদেশি সাহায্য পেয়ে কেন্দ্র সরকারের বারবার বুক বাজানো নিরাশা জনক। যদি মোদি সরকার নিজের কাজ করতো তাহলে এই পরিস্থিতিই সৃষ্টি হতো না।”

Related Articles

Back to top button
error: