HighlightNewsদেশ

কাশ্মীরে নিরাপত্তা কর্মীর হত্যায় অভিযুক্ত চার জঙ্গিকে খতম করল সেনা

টিডিএন বাংলা ডেস্ক: কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা কর্মীর হত্যায় অভিযুক্ত চার জঙ্গিকে খতম করল সেনা। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সারারাত ধরে চলা দুটি পৃথক গুলির লড়াইতে এই সাফল্য অর্জন করেছে সেনা। ১০ এপ্রিল অনন্তনাগ জেলার বিজওয়েহারা এলাকায় দুই জঙ্গির মৃত্যুর খবর মিলেছে এবং ওই একই দিনে শোপিয়ানের হাদিপোরা এলাকায় সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। ১১ তারিখ ভোরে আরও এক জঙ্গির মৃত্যু হয় ওই এলাকায়। ভারতীয় সেনার পক্ষ থেকে জানা হয়েছে আগে থেকে পাওয়া খবরের সূত্র ধরে ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও কাশ্মীর পুলিশ।

প্রসঙ্গত, ৯ এপ্রিল নিরাপত্তাকর্মী মোহাম্মদ সেলিমকে গোরিয়ান এলাকায় তাঁর নিজের বাড়ির সামনে গুলি করে মারে জঙ্গিরা। এর পরেই আগাম খবরের ভিত্তিতে মিলিতভাবে অভিযান শুরু করে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, মৃত জঙ্গিদের মধ্যে একজন নিরাপত্তাকর্মী মহম্মদ সেলিম হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল।

Related Articles

Back to top button
error: