HighlightNewsদেশ

ইন্টেরিয়র ডিজাইনারের আত্মহত্যা মামলায় গ্রেপ্তার রিপালিক টিভির এডিটর অর্ণব গোস্বামী

টিডিএন বাংলা ডেস্ক: ২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার আবনয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যা মামলায় রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে আজ সকালে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। ২০১৮ সালের মে মাসে ৫৫ বছর বয়সি আবনয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক আলিবাগে আত্মহত্যা করেন। আত্মহত্যা করার আগে আবনয় একটি সুসাইড নোট লিখে রেখে গিয়েছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে অর্ণব গোস্বামী, ফিরোজ শেইখ এবং নীতিশ সরদা মোট ৫.৪০ কোটি টাকার বকেয়া মিটিয়ে দেননি। যার জন্য তাঁকে অর্থনৈতিক দুরবস্থায় পড়তে হয়েছে।

এই ঘটনার পর অর্ণব গোস্বামীর সহ সুইসাইড নোটে উল্লেখ তিনজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলা আলিবাগ থানায় দায়ের করে পুলিশ। যদিও ২০১৯ সালে ওই মামলার কেস ক্লোজ করে দেয় রায়গর পুলিশ। এরপর আবনয় নায়েকের কন্যা আদন্যয়া নায়েক মহারাষ্ট্রের গৃহ মন্ত্রী অনিল দেশমুখের কাছে যান এবং আলিবাগ ধারার বিরুদ্ধে রিপাবলিক টিভির বিরুদ্ধে থাকা বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ার মামলায় তদন্ত না করার অভিযোগ করেন। এই অভিযোগ পেয়ে এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন অনিল দেশমুখ। ওই তদন্তের পরিপ্রেক্ষিতেই এদিন গ্রেফতার করা হয়েছে অর্ণব গোস্বামীকে।

কংকর্ডে ডিজাইনস নামে ইন্টেরিয়র ডিজাইনের ওই কোম্পানির এমডি ছিলেন আবনয় নায়েক। তাঁর মা কুমুদ নায়েক ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের একজন সদস্য ছিলেন। ২০১৮ সালে আবনয় ও তার মায়ের আত্মহত্যার পর আবনয়ের স্ত্রী অক্ষতা অর্ণব গোস্বামী এবং সুইসাইড নোটে উল্লেখ বাকি দুজনের নামে একটি এফআইআর দায়ের করেন। যদিও রিপাবলিক টিভির পক্ষ থেকে সে সময় বকেয়া টাকা মিটিয়ে না দেওয়া সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে, চুক্তি অনুযায়ী ডিজাইনসের বকেয়া সমস্ত টাকা তারা আগেই পরিশোধ করে দিয়েছে। শুধু তাই নয়, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আদতে একটি চক্রান্ত বলে দাবি করা হয় রিপাবলিক টিভি পক্ষ থেকে।

Related Articles

Back to top button
error: