দেশ
পালঘর কান্ডে চার অভিযুক্তকে জামিন আদালতের
টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের পালঘরে দুই সাধুকে পিটিয়ে মারার ঘটনা মামলায় চার অভিযুক্তদের জামিন দিলো আদালত। এদিন থানের বিশেষ আদালত
প্রত্যেকের ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করে। জামিন প্রাপ্তরা হলেন লক্ষ্মণ রামজি যাদব, নিতিন যাদব, মনোজ লক্ষ্মণ যাদব ও তুকারাম রুপজি সাঠে।