আবারও বেআইনি আগ্নেয়াস্ত্র-গুলিসহ এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় গ্রেফতার দুষ্কৃতী

টিডিএন বাংলা ডেস্ক : আবারও বেআইনি আগ্নেয়াস্ত্র-গুলিসহ এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় পুলিশের জালে গ্রেফতার হল আরও এক দুষ্কৃতী। রাজ‍্যের বিভিন্ন প্রান্তে একেরপর এক হত্যা কান্ডের ফলে বিরোধী দলগুলি রাজ‍্য সরকারকে অপদার্থ, দুর্ণীতি পরায়ন, রাজ‍্য শাসনে অক্ষম আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু করে। এমতাবস্থায় চাপে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই তিনি নির্দেশ দেন অবিলম্বে রাজ‍্য জুড়ে অভিযান শুরু করতে। রাজ‍্যকে অস্ত্র ও দুষ্কৃতী। মুক্ত করার প্রতিজ্ঞা করেন। তার সেই নির্দেশের পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসন অত্যন্ত তত্‍পর ভাবে কাজ করছে। বেআইনি অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে বিগত বেশ কিছুদিনের মধ্যে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র সহ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে তাজা বোমাও।

খবরে প্রকাশ, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতীকে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ গ্রেফতার করলো এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃত ওই ব‍্যক্তির নাম অক্ষয় দাস। তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। গ্রেফতার করার পর জানান হয়েছে তাকে এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেয়েছে এবং কী উদ্দেশ্যে নিয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।