HighlightNewsদেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নেপালের প্রধানমন্ত্রী দেউবার

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। সূত্রের খবর, দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। নেপালের প্রধানমন্ত্রী দেউবা শুক্রবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে তিন দিনের ভারত সফরে নয়া দিল্লিতে পৌঁছন।
এদিনের বৈঠক শুরু হওয়ার আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি ট্যুইট করে লেখেন,”আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বিশেষ সম্পর্ক গভীর করার একটি নতুন সুযোগ।” শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী সুব্রহ্মন্যম জয়শংকর। উল্লেখ্য, গত বছর জুলাই মাসের শেষের দিকে কাঠমান্ডুতে চরম রাজনৈতিক অস্থিরতার পর পঞ্চম বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর শের বাহাদুর দেউবার এটি প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে এর আগে চার দফায় ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী দেউবা। তাঁর শেষ ভারত সফর ছিল ২০১৭ সালে।

Related Articles

Back to top button
error: