টিডিএন বাংলা ডেস্ক : তৃতীয়বারের মতো আবারও ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে তেমনই আভাস মিলছে। মোট ২৯৪ টি আসনের মধ্যে এখন অবধি ২০৩ টিতে এগিয়ে রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটি। আর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এগিয়ে আছে ৮৬টি আসনে।
এদিকে, মমতার জয় অনেকটা নিশ্চিত ধরে তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেই সাথে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
‘মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা’ ট্যুইটে লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
https://www.facebook.com/AAPkaArvind/photos/a.585483274882507/3830013920429410/
Congratulations @MamataOfficial didi for landslide victory. What a fight!
Congratulations to the people of WB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2021