টিডিএন বাংলা ডেস্ক: সকাল থেকেই জোরকদমে শুরু হয়েছিল ভোট গণনা। প্রথমদিকে কম ব্যবধানে থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হতে থাকে তৃণমূলের ভোট প্রবণতা। আর উল্টো দিকে নিম্নমুখী হতে থাকে বিজেপির ভোট প্রবণতা। এই পরিস্থিতিতে তৃণমূলের ভোট প্রবণতা দু’শোর গণ্ডি পেরিয়ে যাওয়ার পর গোটা রাজ্য জুড়ে খুশির হাওয়া বয়ে গেছে তৃণমূল সমর্থকদের মনে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় সবুজ আবির খেলা শুরু করে দিয়েছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।
তৃণমূলের বাংলায় প্রত্যাবর্তন নিয়ে একরকম নিশ্চিত তৃনমূলের কর্মী-সমর্থকরা। তবে শুধুমাত্র কর্মী-সমর্থকরাই নন, বাংলায় ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিয়ে নিশ্চিত সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তৃণমূল ২০০-র গণ্ডি পেরোতেই আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করেছেন অখিলেশ যাদব। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একাধিক ভোট প্রচারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “দিদি ও দিদি” কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে বাংলার মানুষ, এমনটাই বলেছেন অখিলেশ যাদব।
টুইটারে অখিলেশ যাদব লিখেছেন,”পশ্চিমবঙ্গে বিজেপির হিংসার রাজনীতিকে হারিয়ে দেওয়া জাগ্রত জনতা, লড়াকু শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হার্দিক শুভেচ্ছা! এটা বিজেপির এক মহিলার ওপর করা অপমানজনক কটাক্ষ “দিদি ও দিদি”-র জনতার দেওয়া এক জোরদার জবাব। #দিদিজিওদিদি”
प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!
ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।
# दीदी_जिओ_दीदी pic.twitter.com/wlnUmdfMwA
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2021