“মহিলা পরিচালিত এই রাজ্যে টিটকিরি সহ্য করে না, তা প্রমাণ হয়ে গেল” মন্তব্য অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের
টিডিএন বাংলা : বেশ কয়েকদিন ধরে কয়েক দফায় ভোটগ্রহণ শেষে রোববার (২ মে) পশ্চিমবঙ্গের বিধানসভার ফল ঘোষণা করা হচ্ছে। আর সে ফলাফলে বিশাল ব্যবধানে জয় পেতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।
এদিকে, মমতার জয় অনেকটা নিশ্চিত ধরে তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেই সাথে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
এবার বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের তিনি তাঁর টুইটার হান্ডেলে লেখেন ,” মহিলা পরিচালিত এই রাজ্য। টিটকিরি সহ্য করে না, তা প্রমাণ হয়ে গেল”।
A state ruled by a ONE WOMAN ARMY won’t allow catcalling at all 😈😈 https://t.co/FLnoA4shlx
— Swastika Mukherjee (@swastika24) May 2, 2021
তিনি বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করে সেই সাথে লেখেন , ” আমরা আজকে একটু বারমুডা পরব না ? বারমুডা পরব না আমরা ? ”
আমরা আজকে একটু #bermuda পরব না ? #bermuda পরব না আমরা ? #WestBengalPolls
— Swastika Mukherjee (@swastika24) May 2, 2021