টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ২১ বছর বয়সে কেরলের থিরুবনন্তপুরম পুরসভার মেয়র হতে চলেছেন আর্যা রাজেন্দ্রন। নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে আসা এসএফআইয়ের নেত্রী সম্প্রতি থিরুবনন্তপুরম পুরসভায় সিপিএমের প্রতিকে একটি ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বর্তমানে বিএসসি অনার্সের দ্বিতীয় বর্ষের ওই যুবতীকেই মেয়র হিসাবে বাছাই করেছে দল। শপথ গ্রহণ করলেই তিনি হতে চলেছেন দেশের কনিষ্ঠতম মেয়র।