HighlightNewsরাজ্য

দারিদ্রতাকে জয় করে রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষাতে প্রথম মুর্শিদাবাদের ছাত্র আশিক ইকবাল, জানুন তাঁর লড়াইয়ের কাহিনী

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে রাজ্য হাই মাদ্রাসা (মাধ্যমিক পরীক্ষার সমতুল) পরীক্ষাতে পশ্চিমবঙ্গে প্রথম হলেন মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাবতা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আশিক ইকবাল। মাদ্রাসা পরীক্ষাতে আশিকের প্রাপ্ত নম্বর ৮০০ এর মধ্যে ৭৮০। শনিবার পরীক্ষার ফল প্রকাশিত হতেই আশিকের টালির চালের ঘরে একরাশ খুশির হওয়া বয়ে যায়। আশিকের এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা গ্ৰাম। গ্রামের গর্ব আশিককে দেখতে তাঁর বাড়ির সামনে ভিড় জমায় প্রতিবেশীরা।

আশিকের বাবা মহম্মদ ইয়ামিন শেখ পেশায় একজন হকার। গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন ভাংড়ি মাল কেনাবেচা করে তাকে সংসার চালাতে হয়। তিন ভাই বোনের মধ্যে আশিক সবথেকে বড়। ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ভাবতা আজিজিয়া মাদ্রাসার ছাত্র আশিক। এবছরের মাদ্রাসা পরীক্ষায় আশিক, অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং ইসলাম পরিচয় বিষয়ে প্রত্যেকটিতেই ১০০ নম্বর পেয়েছে। বাংলাতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৫, ইংরেজিতে ৯৪ ,ইতিহাসে ৯৫ ,জীবন বিজ্ঞানের ৯৯ এবং ভূগোলে ৯৭ নম্বর।

কিভাবে এল এই বিশাল সাফলতা? এমন প্রশ্নের জবাবে আশিক ইকবাল বলেন, “আমার এই সাফল্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমার স্কুল ও টিউশনের শিক্ষক -শিক্ষিকারা। এছাড়াও আমার পরিবার বাবা মায়ের ভূমিকাও ছিল।” কেমন ছিল তার পড়াশোনার সময়সূচি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি কোনো নিয়ম মেনে পড়াশোনা করতাম না। কখনও সারাদিন পড়াশোনা করেছি, আবার কখনও সারাদিন বই হাতে করা হয়নি।”

Related Articles

Back to top button
error: