গভীর রাতে গণনা পদ্ধতির ওপর প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি দিল ট্রাম্প

টিডিএন বাংলা ডেস্ক: গভীর রাতে সমস্ত ভোট প্রক্রিয়া বন্ধ করার আবেদন করলেন মার্কিন রাষ্ট্রপতি তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ফলাফলের গণনা পদ্ধতির ওপর প্রশ্ন তুলে সুপ্রিম করতে যাবার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তিনি বলেন, আমরা চাইনা ওরা ভোর চারটের সময় কোনো ব্যালট খুঁজে পা এবং সেটা তালিকায় যোগ করুক। আমি যতদূর জানি আমরা জিতে গেছি।

এদিকে এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইলেক্টোরাল ভোট সামান্য এগিয়ে আছেন ডেমোক্র্যাটের প্রার্থী জো বিডেন। তবে এখনও ৮ টি সুইং স্টেটের ভোট গণনা বাকি রয়েছে। যার মধ্যে ৬ টি তে এগিয়ে রয়েছেন ট্রাম্প। যদিও এখনো পর্যন্ত ২৩৮ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন জো বিডেন যেখানে, ট্রাম্প পেয়েছেন ২১৩ টি ভোট। এই পরিস্থিতিতে জো বিডেনকে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে আরো ৩২ টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

ইতিমধ্যেই ট্রাম্পকে হারিয়ে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয়েস, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্কে জয় হাসিল করেছেন জো বিডেন। অপরদিকে, মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, কেন্টাকি, লুইসিয়ানা, ইন্ডিয়ানায় জয় পেয়েছেন ট্রাম্প।